যে কারণে সক্রিয় মুক্তাদির, আরিফ

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:০২:২২,অপরাহ্ন ০৯ মার্চ ২০২৩ | সংবাদটি ৩৭ বার পঠিতসিলেট নগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে শেষ মুহূর্তে সক্রিয় হয়েছেন সিলেট বিএনপি’র দুই অভিভাবক চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিটি মেয়র, কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। প্রার্থীদের নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন তারা দু’জন। আকার-ইঙ্গিতে দিচ্ছেন সমর্থনও। তবে- অনেকটা প্রকাশ্যেই খন্দকার আব্দুল মুক্তাদিরের ঘোষণা। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন- মহানগর বিএনপি’র সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিসাবে সৈয়দ সাফেক মাহবুবকে সমর্থন দিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তাদের বিজয়ী করতে তিনি মাঠে সক্রিয়। সভাপতি প্রার্থী বদরুজ্জামান সেলিমকে সরিয়ে দেয়া, কয়েস লোদীকে মনোনয়ন জমা দিতে নিষেধ করা সবই করেছেন তিনি। তবে- খন্দকার আব্দুল মুক্তাদির মানবজমিনকে জানিয়েছেন- ‘তিনি কারও নয়। কেউ তার নয়। যারা প্রার্থী হয়েছেন সবাই তার প্রার্থী।
এখানে বিভেদ সৃষ্টি করার কোনো অবকাশও নেই।’ অন্যদিকে- খন্দকার আব্দুল মুক্তাদির তিন পদে তিনজনকে সমর্থন দেয়ায় বাকি থাকা অন্য প্রার্থীদের নিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
নেতাকর্মীরা জানিয়েছেন- সভাপতি পদে মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী শামীম ও সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম নাচন আরিফের সমর্থন পেয়েছেন। তাদের পক্ষে মেয়র আরিফ মাঠে সক্রিয় হয়ে কাজ করছেন। ফলে নগর বিএনপি’র কাউন্সিল নিয়ে অনেক বেশি জল্পনা সিলেটে। তবে- আরিফুল হক চৌধুরী দলীয় ফোরামের বাইরে এ নিয়ে আলোচনা করছেন না।
মহানগর বিএনপি’র সম্মেলন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। আরিফের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন- মুখে কিছু না বললেও মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে ফের সরব হয়ে উঠেছে মেয়র আরিফের রাজনৈতিক কার্যালয়। সেখানে বসে সমর্থিত প্রার্থীদের জয়ের জন্য ছক সাজাচ্ছেন নেতাকর্মীরা। এসব বিষয় জানানো হচ্ছে মেয়র আরিফকেও। সিলেট নগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল আগামীকাল। রেজিস্ট্রারি মাঠে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সরাসরি ভোটের মাধ্যমে সিলেট মহানগর বিএনপি’র নতুন নেতৃত্ব বাছাই করবেন তৃণমূলের ১৯১০ জন ভোটার। ইতিমধ্যে নির্বাচন পরিচালনা বোর্ড সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করেছে। এবারের নির্বাচনে প্রার্থীরা হলেন- সভাপতি পদে মিফতাহ্ সিদ্দিকী ও নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী ও ফরহাদ চৌধুরী শামিম, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ শফি সায়ীদ সাহেদ, মোস্তফা কামাল ফরহাদ, রেজাউল করিম নাচন, সৈয়দ সাফেক মাহবুব।manobjomin copy