জগন্নাথপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:০০:০৬,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ২৪৯ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে বন্যার পানি বাড়ছে না। আবার কমছেও না। অপরিবর্তিত থাকায় বন্যা কবলিত এলাকার পানিবন্দি মানুষের মনে আশা জেগেছে। আশা করা হচ্ছে আরো ২/১ দিন রোদ থাকলে পানি কমতে শুরু করবে। পানি কমে গেলে পানিবন্দি মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। যদিও এ পর্যন্ত বন্যায় জগন্নাথপুরে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেন। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।