জগন্নাথপুরে বেহাল সড়কে দেবে যাচ্ছে যানবাহন
জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:৫১:৩৯,অপরাহ্ন ১১ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৯০ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সড়ক ভেঙে বেহাল দশায় পরিণত হয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে সড়কগুলোর ভাঙাচোরা গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব গর্তে মালবাহী ও যাত্রীবাহী বড় গাড়িগুলো দেবে গিয়ে অনাকাঙ্খিত দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে জগন্নাথপুর-সিলেট সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সড়কের হামজা কমিউনিটি সেন্টারের সামনে ভাঙাচোরা গর্তে মালবাহী ট্রাক দেবে যাওয়ায় দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দেবে যাওয়া ট্রাক উদ্ধার হওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন।