সাংবাদিক কলামিষ্ট গোলাম সাদত জুয়েল কে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন বন ও পরিবেশ সম্পাদক
টাইম ডেক্স
প্রকাশিত হয়েছে : ২:০৮:২৫,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৯ | সংবাদটি ১৭৩৩ বার পঠিত
প্রবাসের নি্উজের সম্পাদক সাংবাদিক কলামিষ্ট গোলাম সাদত জুয়েল কে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন বন ও পরিবেশ সম্পাদক হিসাবে মনোনিত করা হয়েছে । গত ৩০ জুন ২০১৯ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ড. জাফর ইকবাল , মোঃ সাইদুল আলম আকন প্রতিষ্টাতা ও সিনিয়র সহ সভাপতি ও ড. মোহাম্মদ ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি এক স্বাক্ষরিত পত্রে তাকে কেন্দ্রীয় কমিটিতে অন্ত:ভুক্ত করে যুগ্ন বন ও পরিবেশ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করেন । জুয়েল সাদত ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন ।
৯৩ সালে সাংবাদিকতা শুরুর সাথে সাথে তিনি জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও বঙ্গবনন্ধু পরিষদের সাথে সম্পৃক্ত ছিলেন । ২০০৪ সাল থেকে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২০১৫ থেকে যুগ্ন সাধারন সম্পাদক হিসাবে যুক্ত আছেন । তিনি আওয়ামী লীগের সাইবার টিমের হয়ে কাজ করছেন দীর্ঘদিন থেকে । গত ৩০ ডিসেম্বর এর জাতীয় নির্বচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সেলের সাথে যুক্ত ছিলেন । তিনি প্রতি বছর শেখ হাসিনার জাতি সংঘের ভাষন দেবার জন্য যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে বিশেষ ক্রোড়পত্রের অন্যতম লেখক । বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাম্প্রতিক কালে কিছু সামাজিক ও ধর্মিয় কাজে জড়িত, সেখানেও তিনি জড়িত । বর্তমানে হাজীদের মাঝে তথ্য সম্মৃদ্ব হজ্ব গাইড বিতরন চলছে। দেশের সেরা বুদ্ধিজীবিরা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংগঠনে সম্পৃক্ত। জুয়েল সাদতের প্রকাশিত গ্রন্থ ৬ টি । আগামী বই মেলা ২০২০ সালে তার আরও তিন টি বই প্রকাশের অপেক্ষায় । তিনি লন্ডন,কানাডা, দুবাই, সৌদিআরব, তাইওয়ান ভ্রমন করেছেন ।