জগন্নাথপুরে বৃষ্টি থামলেও বন্যার উন্নতি হয়নি
জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:১৩:৩৫,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৬৭ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২ দিন ধরে টানা বৃষ্টিপাত থেমেছে। আকাশে সূর্য্যরে দেখা মিলেছে। প্রখর রোদের প্রকোপ চলছে। তবুও থামছেনা পানি। ক্রমাগত বেড়েই চলেছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে যাচ্ছে বাড়িঘর ও রাস্তাঘাট। উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে এবার উঁচু এলাকা তলিয়ে যাচ্ছে। উপজেলার বিভিন্ন অঞ্চল তলিয়ে পৌর শহরে আক্রমন করেছে।
বুধবার (১৭ জুলাই) সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর-সিলেট সড়কের সিলেটী বাস স্ট্যান্ড এলাকা তলিয়ে গেছে। এতে পানির নিচে থাকা ভাঙ্গাচোরা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যদিও গত ২ দিন ধরে সূর্য্যরে দেখা পাওয়ায় বন্যা কবলিত মানুষের মুখে ফুটে উঠেছে হাসি। যদি এভাবে আরো ২/১ দিন প্রখর রোদ থাকে, তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে পানিবন্দি অসহায় লোকজন আশাবাদ প্রকাশ করেন। তবে এ পর্যন্ত বন্যায় জগন্নাথপুরে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেন। যদিও বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।