জগন্নাথপুরে এবারো মাদ্রাসা এগিয়ে

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:২১:৪৭,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৬৫ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে এবারো কলেজ থেকে মাদ্রাসা এগিয়ে রয়েছে।
বুধবার (১৭ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফলে কলেজ থেকে মাদ্রাসা এগিয়ে আছে।
জানাগেছে, এবার জগন্নাথপুর উপজেলার ৮টি কলেজ থেকে ১৩৩৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৮৯১ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৬৬.৬৪ ও জিপিএ-৫ পেয়েছে ৩টি।
এছাড়া উপজেলার ৭টি মাদ্রাসা থেকে ২৮৬ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে ২৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯২.৬৬। এ ফলাফলে এবারো কলেজ থেকে মাদ্রাসা এগিয়ে থাকলেও কোন জিপিএ-৫ পায়নি।