জগন্নাথপুরে গুজবের কারণে আইন নিজের হাতে তুলে না নিতে পুলিশের প্রচারণা
জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:৪৬:৫০,অপরাহ্ন ২১ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৬৯ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে গুজবের কারণে আইন নিজের হাতে তুলে না নিতে জনগণকে সচেতন করার লক্ষে থানা পুলিশের পক্ষ এলাকায় মাইকিং সহ বিভিন্নভাবে প্রচারণা করা হচ্ছে। রোববার (২১ জুলাই) দিন ব্যাপী থানা এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করে এ সতর্ক বার্তা জানানো হয়েছে। এতে জনমনে সতর্কাবস্থা বিরাজ করছে।
জানাগেছে, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজবকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েক জনের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানা পুলিশ জানান, এটি সম্পূর্ণভাবে গুজব। কোন প্রকার গুজবে কান না দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানানো হয়েছে। সেই সাথে গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহবান জানানো হয়।
তবে কাউকে ছেলে ধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিতে সর্বস্তরের জনতার প্রতি আহবান জানিয়েছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।