প্রতিপক্ষের অত্যাচারে জগন্নাথপুরে বাড়ি ছাড়া নির্যাতিত পরিবার, গ্রেফতার ১

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:৩৮:১৮,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৮৮ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের ধারাবাহিক অত্যাচারে এক নিরীহ পরিবার দীর্ঘ আড়াই মাস ধরে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামে। এ ঘটনায় অত্যাচারী ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানাগেছে, বাড়ির ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে জগদিশপুর গ্রামের মাহমুদ আলী ও সাইফুর রহমান অপুর মধ্যে বিরোধ চলে আসছে। এ সুযোগে একই গ্রামের রেজাউর রহমান তালুকদার সেনু নামের আরেক ব্যক্তি প্রতিপক্ষ সাইফুর রহমান অপুর পক্ষ নিয়ে মাহমুদ আলীর পরিবারকে নানাভাবে অত্যাচার করতে থাকেন। অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের মাহমুদ আলী পরিবার দীর্ঘ আড়াই মাস ধরে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন। এর মধ্যে গত ১৯ জুলাই মাহমুদ আলীর পরিবার তাদের বাড়িতে গেলে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা হয়। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ অত্যাচারী ব্যক্তি রেজাউর রহমান তালুকদার সেনুকে গ্রেফতার করেন। তিনি জগদিশপুর গ্রামের মৃত আজিজুর রহমান তালুকদারের ছেলে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই আফছার আহমদ বলেন, গ্রেফতার