জগন্নাথপুরে ৩ সন্তানের জনকের আত্মহত্যা
জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:৪৩:৪৮,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৭২ বার পঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুরে আবু মুসা (৩৫) নামের এক ৩ সন্তানের জনক আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের আবদুল জমাতের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২২ জুলাই সোমবার গভীর রাতে নিজ ঘরের তীরের সাথে গলায় শার্ট পেঁচিয়ে আবু মুসা আত্মহত্যা করেন। খবর পেয়ে ২৩ জুলাই মঙ্গলবার থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ বলেন, ময়না তদন্তের জন্য মৃত দেহটি সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি।