জগন্নাথপুরে সরকারিভাবে ধান কিনতে নতুন নির্দেশনা
জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৫৫,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৬০ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কিনতে নতুন নির্দেশনা এসেছে। এবার জনপ্রতি ১ মেট্রিকটন (২৫ মণ) ধান কেনা হবে। শুক্রবার (২৬ জুলাই) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। ২৫ জুলাই বৃহস্পতিবার জগন্নাথপুর ধান-চাল সংগ্রহ কমিটির সিদ্ধান্তক্রমে এ নির্দেশনা আসে।
জানাগেছে, জগন্নাথপুরে এবার কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কিনতে বারবার সিদ্ধান্তের পরিবর্তন হলেও মিল ব্যবসায়ীদের কাছ থেকে চাল কিনতে কোন পরিবর্তন হয়নি। গত মে মাস থেকে ধান-চাল কেনা শুরু হয়। চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। এর মধ্যে প্রথমে কৃষকদের কাছ থেকে জন প্রতি ১০ মণ করে ধান কেনা হয়। পরে এ সিদ্ধান্তের পরিবর্তন হয়ে জনপ্রতি ৩ মেট্রিকটন (৭৫ মণ) ধান কেনা হয়। এখন আবার নতুন করে পরিবর্তন করে জনপ্রতি ১ মেট্রিকটন (২৫ মণ) ধান কেনা হচ্ছে। তবে চাল কিনতে কোন প্রকার পরিবর্তন হয়নি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী বলেন, প্রথমে ১০ মণ করে ধান নেয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ কম ছিল। পরে ৩ টন করে নেয়ায় ধান বিক্রি করতে কৃষকরা হুমড়ি খেয়ে পড়েছেন। তাদেরকে সামাল দেয়া যাচ্ছে না। এতে কিছু কৃষকের কাছ থেকে ধান কেনা হলেও অধিকাংশ কৃষক বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। আমরা চাই কমবেশি সকল কৃষকের কাছ থেকে ধান কিনতে। যে কারণে এখন থেকে ১ জনের কাছ থেকে ১ টন করে ধান কেনা হবে। এতে অধিকাংশ কৃষকরা উপকৃত হবেন।