জগন্নাথপুরে বন্যার পানি কমলেও বাড়ছে দুর্ভোগ

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৮:০৬:০৩,অপরাহ্ন ২৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৫২১ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রতিদিন কমবেশি পানি কমছে। মানুষের বাড়িঘর থেক পানি নামতে শুরু করেছে। এতে পানিবন্দি মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসলেও বেড়েছে দুর্ভোগ।
শনিবার (২৭ জুলাই) সরজমিনে দেখা যায়, গত কয়েক দিন আগেও বন্যার পানিতে যে বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে ছিল, তা এখন ভেসে উঠেছে। বাড়ি থেকে পানি নামলেও রাস্তাঘাটে অল্প পানি এবং কাঁদামাটি মাড়িয়ে মানুষ চলাচল করছেন। এছাড়া জগন্নাথপুর-সিলেট সড়ক সহ বিভিন্ন সড়ক থেকে পানি নেমে যাওয়ায় পুরনো ভাঙাচোরা গর্তগুলো এখন আরো বড় হয়ে গেছে। এতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে মানুষের ভোগান্তি বেড়েছে। এ ব্যাপারে ভূক্তভোগী জনতাদের মধ্যে অনেকে বলেন, বাড়িঘর থেকে পানি নামলেও রাস্তাঘাটে থাকা সামান্য পানি ও কাঁদামাটি মাড়িয়ে আমরা কোন রকমে চলাচল করছি। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে রাস্তাঘাট শুকিয়ে গেলে আর কোন সমস্যা থাকবে না। তবে প্রধান সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। যে কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে মানুষের দুর্ভোগের শেষ নেই।