জগন্নাথপুরে ৮ লিটার মদ সহ গ্রেফতার ২

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:৫০:১১,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৮০ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৮ লিটার মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্র জানায়, জগন্নাথপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক-নির্দেশনায় থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে ৪ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী ছোরাব আলীকে গ্রেফতার করেন। সে জগন্নাথপুর নোয়াহাটি গ্রামের মৃত রজব আলীর ছেলে।
এদিকে- জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান ও সঙ্গীয় এসআই রাজিব রহমানের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে আরো ৪ লিটার মদ সহ আজির আলীকে গ্রেফতার করেন। সে বাদাউড়া গ্রামের মৃত তৈমুছ আলীর ছেলে। এছাড়া আরব আলী নামের আরেক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার (২৮ জুলাই) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।