দ্বিতীয় বিয়ের সুযোগ নারীরও থাকা উচিত
টাইম বিনোদন ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৩২,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৪৬ বার পঠিত‘আমাদের দেশে ছেলেমেয়েদের বিয়ের বয়স, তারা কবে বিয়ে করছে ইত্যাদি নিয়ে অনেক ট্যাবু আছে। একটু খোলা মনে যদি বিষয়টা বিচার করা যায় তা হলে ভালো। এখানে পুরুষরা যা ইচ্ছে করে। কিন্তু কোনো কারণে একজন নারী অসহায় হয়ে দ্বিতীয়বার বিয়ে করতে গেলেই লঙ্কাকাণ্ড বেধে যায়।’
এভাবেই কথাগুলো বললেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তিনি এখন দ্বিতীয় সংসারের সন্ধানে।
২০১৭ সালে আরবাজ় খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মালাইকার। তার আগেই অর্জুনের সঙ্গে অভিনেত্রীর প্রেম জমে ওঠে। বিচ্ছেদের পরে আরবাজ়ের জীবনেও অন্য নারী এসেছেন। অনেক দিন ধরেই বলিউডে গুঞ্জন, এ বছরই সাত পাকে বাঁধা পড়বেন মালাইকা-অর্জুন।
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসা নিয়েও ট্রোলড হয়েছেন মালাইকা। তাই ক্ষেপেছেন তিনি। অনেকটা অসহায়ও।
তিনি বলেন, ‘স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু সাবধানে মন্তব্য করি, তা হলে ভালো হয়। নিন্দে ছড়িয়ে কী হবে? দ্বিতীয় বিয়ের সুযোগ নারীরও থাকা উচিত। আমিও সেটাই করছি। নারী তো বটেই, আমি একজন মানুষ। আমাকেও ভাঙা গড়ার মধ্য দিয়ে যেতে হয়।’