তামান্না বিয়ে করছেন
টাইম বিনোদন ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৪১:৫৩,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭৩৭ বার পঠিত
‘সাহো’ সিনেমার মুক্তির পরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তার বিয়ের খবর পুরনো না হতেই এই ছবির আরেক অভিনেত্রী তামান্না ভাটিয়া বিয়ের ঘোষণা দিয়েছেন।‘বাহুবলী’ ছবির নায়ক প্রভাষ বিয়ের ঘোষণা দিয়েছেন কয়েকদিন আগে।
মুম্বইতে বিলাস বহুল বাংলো কিনেছেন তামান্না ভাটিয়া। এবার সেই বাড়িতে সংসার পাতার কথা ভেবেছেন তিনি। তার জন্য নাকি পাত্র খোঁজা শুরু করেছেন তার মা রজনী ভাটিয়া। এই অভিনেত্রী তার বর খোঁজার ভার ছেড়ে দিয়েছেন বাবা-মায়ের উপর। বাবা-মায়ের পছন্দেই বিয়ে করবেন তামান্না। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে মালা পরাবেন না এ বিষয়ে চূড়ান্ত জানিয়েছেন নায়িকা। এক ডাক্তারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তবে সেই বিষয়ে মুখ খোলেননি কখনই।