সাহো নতুন ছবি বাহুবলিকেও ছাড়িয়ে যাক
টাইম বিনোদন ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৫৭:৪০,অপরাহ্ন ১৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৫৫ বার পঠিত
সাহো নতুন ছবি বাহুবলিকে ছাড়িয়ে যাবে সাহো? রাজামৌলির বাহুবলির দুই পার্ট ‘বাহুবলি দ্য বিগিনিং’ এবং বক্স অফিসে আয়ের রেকর্ড করেছিল বাহুবলি। যার মূল আকর্ষণ ছিলেন প্রভাস। আগস্টের শেষে সেই প্রভাসের আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। যার ট্রেলর ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। বলিউড সংশ্লিষ্টরা আশা করছেন নায়ক প্রভাসের কারণেই বাহুবলির রেকর্ডও ভাঙতে পারে পরিচালক সুজিত রেড্ডির সাহো।
গত শনিবার মুম্বাইয়ে সাহোর ট্রেলার লঞ্চের আগে তিনি বলেন, ‘আমি আর এই ছবির জন্য আমার জীবনের আরও দুই বছর দিয়ে দিতে রাজি নই, কারণ বাহুবলির জন্য আমি আমার জীবন থেকে চারটি বছর দিয়ে দিয়েছি।’
প্রভাস আরও বলেন, ‘এই ছবির জন্য আবুধাবিতে যে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং হয়েছে সেটার জন্যই এক বছর সময় লেগেছে। এর জন্য আমাদের অনেক প্রস্তুতি নিতে হয়েছে, অনুশীলন করতে হয়েছে।’
ট্রেলারেই এই জুটিকে হাইভোল্টেজের অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। অ্যাকশন, টান টান উত্তেজনা, ভিএফএক্স-এর কাজ, রোমান্টিক সিন সবই আছে সাহোতে। প্রভাসের ভক্তরা চান তার নতুন ছবি বাহুবলিকেও ছাড়িয়ে যাক।
তাই প্রভাসের পক্ষে বাহুবলিকে অতিক্রম করা কষ্টকরই বটে! এর জন্য অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত।