প্রবাসী মনোয়ার হোসেন ও রেজাউল করিমের পিতৃবিয়োগ: বিভিন্ন মহলের শোক

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০৮:২৮,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬৪১ বার পঠিত
কবির আল মাহমুদ, স্পেন :স্পেন প্রবাসী, বিশিষ্ট শিল্পপতি রেজাউল করিম ও মনোয়ার হোসেন মনু ভ্রাতৃদ্বয়ের পিতা বিশিষ্ট সমাজসেবক, ধর্মানুরাগী আলহাজ্ব মকবুল হোসেন ১৬ আগস্ট শুক্রবার সকাল ৮ঃ৩০ মিনিটে রংপুর ডক্টরস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ৬ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাযা আজ শনিবার সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে নিউ রংপুর সিটি কর্পোরেশনের নিউ সেনপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এবং ২য় জানাযা রাত ৮ঃ৩০ মিনিটে এরশাদ নগরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুর সংবাদে স্পেনে বসবাসরত মরহুমের দুই ছেলে রেজাউল করিম ও মনোয়ার হোসেন মনুসহ আত্মীয়-স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। গত কাল বাদ জুম্মা মাদ্রিদস্থ বায়তুল মোকারম বাংলাদেশ মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এদিকে স্পেন প্রবাসী, বিশিষ্ট শিল্পপতি রেজাউল করিম ও মনোয়ার হোসেন মনু ভ্রাতৃদ্বয়ের পিতা বিশিষ্ট সমাজসেবক, ধর্মানুরাগী আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি জিয়াউর রহমান খান, আল মামুন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নয়ন, সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, স্পেনস্থ বিক্রম পুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, সাধারন সম্পাদক রাসেল দেওয়ান ,স্পেন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক একরামুজ্জামান কিরন, নোয়াখালী সমিতির সাধারন সম্পাদক সায়েম মজুমদার, বৃহত্তর রংপুর এসোসিয়েশনের সমন্বয়ক জাকিরুল ইসলাম জাকি, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, ব্যাবসায়ী আবু বক্কর সিদ্দিকী, আব্দুল মুতালিব বাবুল প্রমুখ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক, সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।এছাড়া মাদ্রিদে বসবাসরত বিশিষ্টজনরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।