জগন্নাথপুরে রিকশাচালকের মৃত্যু, আটক ১
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:০৯,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০৩ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে এক রিকশা চালকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ আগস্ট) এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। রিকশা চালকের স্ত্রী বাদী হয়ে শনিবার সন্ধ্যায় জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌরশহরের হবিবনগর এলাকার বাসিন্দা রিকশা গ্যারেজের মালিক শাকিল আহমদ ওরফে সেকেল নেত্রকোণা জেলার কালিয়াজুড়ি উপজেলার আসাদপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে রিকশা চালক জামির হোসেন (৩৫) কে রিকশা চুরির অভিযোগে গত তিনদিন (১৫ আগস্ট) ধরে নিয়ে গিয়ে তাঁর বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখেন। এক পর্যায়ে গত শুক্রবার দুপুরের দিকে রিকশা চালক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শালিক। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিলেক কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ওসমানী হাসপাতালে না গিয়ে হলে কিছুক্ষণ পরে আবার তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শনিবার সকালে পুলিশ শালিক আহমদকে আটক করে থানায় নিয়ে আসে। রিকশা চালক জামির হোসেন তার অন্ত:স্বত্তা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে হবিবনগর এলাকায় ছমিদ মিয়ার কলোনিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
নিহতের স্ত্রীর জামিলা বেগম বলেন, মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার স্বামীকে শিকলে বেঁধে তিনদিন ধরে পাশবিক নির্যাতন হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. নাজমুল শাহাদাত বলেন, অসুস্থ অবস্থায় জামির হোসেনকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার বুকে ব্যথা হচ্ছিল। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে রেফার্ড করি। এসময় ওই ব্যক্তি কথাও বলেছেন। প্রায় দুই ঘন্টা পর আবার তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে তখন আমরা তাকে মৃত ঘোষণা করি।
তিনি বলেন, ওই সময় রোগির সঙ্গে থাকা লোকজন জানান, মোটরসাইকেলে তারা দুর্ঘটনার শিকার হয়েছে।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, রিকশা চুরির অভিযোগে চালককে তিনদিন আটক করে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এ অবস্থায় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে তিনি মারা যান। এ ঘটনায় আমরা গ্যারেজের মালিক শাকিল আহমদকে জিজ্ঞাসাবাদ শেষে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
এবিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের সুনামগঞ্জ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাকিল আহমদ ওরফে সেকেলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।