দুই বাংলার জনপ্রিয় জয়া আহসান

টাইম বিনোদন ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:১১:৪৫,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ১০৭১ বার পঠিতঅভিনেত্রী জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নিয়মিত আকর্ষণীয় ছবি পোস্ট করেন। এবার দেখুন বিভিন্ন পোশাক পরা ছবি জয়া আহসান।
লাল পরি সাজে উচ্ছ্ল হাসিতে জয়া।
হাসি মুখে জয়া।
শুধু টেলিভিশন কিংবা চলচ্চিত্রের পর্দাতেই নয়, জয়া ফেসবুকে ভক্তদের সামনে হাজির হন অনন্য রূপে।
কার অপেক্ষায় যেন পথপানে চেয়ে আছেন জয়া।
সম্মুখে ছুটছেন জয়া। ভবিষ্যৎকে জয় করাই যেন তার লক্ষ্য।