লেবাননে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৯:৪২,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৯৪ বার পঠিত
হেলাল আহমদ, লেবানন থেকে:– গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় কমিটির অন্তর্ভূক্ত আয়েশা বক্কর, জুনি, মাজরাটিসু, সাঈদা শাখা কমিটি, লেবানন যুবদল সহ লেবাননে বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং বেগম জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ সহ লেবানন যুবদল, শ্রমিকদল ও শাখা কমিটির নেতৃবৃন্দ ঔ সকল অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
নেতৃবৃন্দ বলেন, শুধুমাত্র রাজনৈতিক ফয়দা হাসিল করার জন্য সরকার বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। বেগম খালেদা জিয়াকে আটকে রেখে বিএনপির নেতাদের দমানো যাবেনা বলেও জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ কামনা এবং নিঃশ্বর্ত মুক্তির দাবি জানান।