শাপলা ক্রীড়া সংঘের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী শুকুর খাঁনকে সংর্বধনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫৯:৩০,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৫ বার পঠিত
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদঃ বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শুক্রবার ২৩ আগষ্ট সন্ধ্যায় শাপলা ক্রীড়া সংঘের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী ও সংঘের প্রতিষ্টাতা শুকুর খানকে সংর্বধনা প্রদান করা হয়েছে।
শাপলা ক্রীড়া সংঘের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শওকত আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান। সংবর্ধীত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও শাপলা ক্রীড়া সংঘের প্রতিষ্টাতা শুকুর খা। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সদস্য নুর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য সামছুদ্দিন মেম্বার,চৈতন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের জেনারেল কমিটির সাধারন সম্পাদক আব্দুল কদ্দুছ,রাহে জান্নাত হেল্প সোসাইটির সভাপতি বেলাল আহমদ,সংঘে পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক দিলু মিয়া,সদস্য আনোয়ার হোসেন।
গজল পরিবেশন করেন কাওছার খাঁন,স্বাগত বক্তব্য রাখেন জামিম আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য ও উপস্থিত ছিলেন,হাজী জালাল উদ্দিন,মুরব্বী ছমক আলী,যুক্তরাজ্য প্রবাসী আছাব আলী,শাপলা ক্রীড়া সংঘের সাবেক সভাপতি ছামির খাঁন,সংগঠক আব্দুল আলী হাবিবুর রহমান,আসক আলী,আনর খাঁন,আফরুজ আলী নাসির উদ্দিন,ফিরুজ আলী,আসক আলী,সেবুল আলী আব্দুল মছব্বির,,ফয়ছল আবেদিন ও শাপলা ক্রীড়া সংঘের সদস্যসহ এলাকার ভিবিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্টান শেষে যুক্তরাজ্য প্রবাসি জয়নাল উদ্দিন সাংবাদিক আনহার বিন সাইদ ও শাপলা ক্রীড়া সংঘের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসি আজির উদ্দিনের পক্ষথেকে সংবর্ধীত অতিথির হাতে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।