লেবাননের জালা জলদীপ নামক স্থানে ফাহিমা বেগম নামে এক প্রবাসী বাংলাদেশী মহিলা শ্রমিকের মৃত্যু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২৫:৩৭,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ২৭৮৬ বার পঠিত
হেলাল আহমদ, লেবানন থেকেঃ লেবাননের জালা জলদীপ নামক স্থানে ফাহিমা বেগম নামে এক প্রবাসী বাংলাদেশী মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে।
তার বাবার নাম সাব্বির আলী শেখ তিনি শরীয়তপুর জেলার, জাজিরা থানার, মেহসান মুন্সি কান্দি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তার নিকটতম প্রতিবেশী বাংলাদেশি এক যুবক কাজ শেষে বাসায় ফেরার পর ফাহিমা বেগমের রুমের দরজা খোলা দেখে তার সন্দেহ হয়।
তাৎক্ষণিক সে রুমে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উপুড় হয়ে বিছানায় পড়ে থাকতে দেখেন।
বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে জানালে দূতাবাস লেবাননের প্রশাসনের সহায়তায় লাশ উদ্ধার করেন।
পোস্টমর্টেম রিপোর্টে থেকে জানা যায় ফাহিমা বেগমের হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেছে। বর্তমানে তার লাশটি হসপিটালের হিমঘরে রাখা আছে।
এদিকে ফাহিমা বেগম এর মৃত্যুর খবরে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। তার লাশটি যেন দ্রুত দেশে পাঠানো হয় এজন্য বাংলাদেশ দূতাবাসের প্রতি তার পরিবার পক্ষ থেকে আকুল আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা ।