ছাতকে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৩:০২,অপরাহ্ন ০৯ মার্চ ২০২১ | সংবাদটি ২২৭ বার পঠিত
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। নারী দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে সোমবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব প্রমুখ।