বিশ্ব নারী দিবস সাদিকা জান্নাত চৌধুরীর সাথে মডেলিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২৯:০৭,অপরাহ্ন ০৯ মার্চ ২০২১ | সংবাদটি ৩৩৬ বার পঠিতটাইম সিলেট প্রতিবেদকঃবিশ্ব নারী দিবস উপলক্ষে দানবীর রাগীব আলির পুত্রবধু রাগীব রাবেয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য সাদিকা জান্নাত চৌধুরীর সাথে “সিলেট মডেলিং মিডিয়া এসোসিয়েশন” এর নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেন তাঁর নিজ বাসভবনে।
এসময় মডেলিং এসোসিয়েশনের নেতৃবৃন্দ সাদিকা জান্নাত চৌধুরী কে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানান এবং কেক কেটে বিশ্ব নারী দিবস উদযাপন করেন। সাক্ষাতে এসোসিয়েশনের কাজ কর্ম এবং আগামীর বিভিন্ন কর্মসূচী গুলো নিয়ে আলাপ আলোচনা হয় ।
সাদিকা জান্নাত চৌধুরী জানান তিনি সব সময় এসোসিয়েশনের সাথে আছেন এবং ভালো কাজের সহযোগীতা করবেন । এসময় উপস্থিত ছিলেন সিলেট মডেলিং মিডিয়া এসোসিয়েশনের স্থায়ী সদস্য মাসরুর রাসেল , ওহী হাসান রাফা , আমজাদ রনি, সাব্বির সামি ও শফি চোধুরী ।