ছাতকের নোয়ারাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শামছুর রহমান

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩২:৪৯,অপরাহ্ন ১২ মার্চ ২০২১ | সংবাদটি ৩৭৪ বার পঠিতজুনাইদ আহমদ,ছাতক প্রতিনিধি
ছাতকের নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শামছুর রহমান। তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। ইউনিয়নের রাজারগাও গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের পুত্র শামছুর রহমান ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। ২০০৩ ও ২০১১ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে ৮ নং ওয়ার্ডে টানা ২ বার সদস্য নির্বাচিত হন। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার আমেরিকা প্রবাসী ভাই লুৎফুর রহমানের ব্যাপক অবদান রয়েছে ইউনিয়নে। নোয়ারাই ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় লক্ষ-লক্ষ টাকা খরচ করে রাস্তা নির্মাণ করে দিয়েছেন তিনি। ইউনিয়নের চরবাড়া, বাশটিলা, রংপুর রাস্তা সহ ১০ কি.মি রাস্তা তিনি ইতিমধ্যে নির্মাণ করেছেন। কিছু রাস্তার কাজ এখনো চলমান রয়েছে। শামছুর রহমান চেয়ারম্যান প্রার্থী হবেন ঘোষণা দিয়ে ইউনিয়নে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ, পথসভা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। শামছুর রহমান জানান প্রার্থী হতে তিনি ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইউনিয়নের ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। ভোটের জন্য বাড়ী-বাড়ী ঘুরে জনসমর্থন আদায় করছেন। তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী।