শ্রীমঙ্গলে ব্রিজের নিচে তরুণীর বস্তাবন্দি লাশ
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:০৯:৩৫,অপরাহ্ন ১৮ মে ২০২১ | সংবাদটি ৪২৬ বার পঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপরে উপজেলার উদনার পাড় ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় গ্রামবাসী একটি সাদা বস্তাভর্তি বস্তু দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটির মুখ খুললে এক তরুণীর লাশ দেখতে পায়। মরদেহের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুরিশ জানায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।