দিরাইয়ে দুই মাদক কারবারির একমাসের কারাদণ্ড

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:৫৭:৪৭,অপরাহ্ন ২৮ জুলাই ২০২১ | সংবাদটি ৩৪৬ বার পঠিতসুনামগঞ্জের দিরাইয়ে দুই মাদক কারবারির কারাদণ্ডমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপজেলার শরীফপুর গ্রামের ফজলু মিয়া (৫৫) ও আতিক মিয়া (৫৫) নামের দুই মাদক কারবারিকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের একটি দল মাদকদ্রব্যসহ তাদের আটক করে। পরে মাদক সেবন ও সংরক্ষণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন উভয়কে এক মাসের করে কারাদণ্ড প্রদান করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।