জনবিগস এর ব্যর্থতা ও ভাড়া খাটা লিখনি

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫৬:২১,অপরাহ্ন ০৬ মে ২০২২ | সংবাদটি ৩৪৪ বার পঠিত
এনাম চৌধুরী, সম্পাদক, সানরাইজ টু ডে ::-জন বিগস এর পক্ষে বিদ্রোহী রণক্ষান্ত ভূমিকায় উনাদের ‘অনেকের’ কাছে জানতে চাওয়া !
মহাশয় আপনাদের অনেকেই টাওয়ার হেমলেটসে বসবাস করেন না কিন্তু টাওয়ার হেমলেটসের বাসিন্দাদের নতুন নতুন সবক দিতে মেইনস্ট্রিম/লোকাল স্ট্রিমের ভবিষ্যৎ বাণী বোঝাতে
আপনাদের বিশেষজ্ঞ মতামত পড়ে আমার হাসি পেয়েছে। কিছু বলতে গিয়েও বলতে পারিনি ! কারণ শেষে আপনাদের আবার লজ্জায় পড়তে হয় যদি ! আবার মাঝে মাঝে মনে হয়েছে লজ্জা আছে কি আপনাদের? আপনি বিষের যাতনা বুঝবেন কি ভাবে ! আপনার জ্বালা মনে হয় জায়গায়? থাকেন আগর তলা কিন্তু উগার তলার সমস্যা নিয়ে আপনাদের এতো মাথা ব্যাথা কেন রে ভাই ?
আপনি এই বারা’য় থাকেন না আপনি ২৫% ট্যাক্স বৃদ্ধি’র জ্বালা বৃদ্ধির যন্ত্রনা কি বুঝবেন ?তাই আমরা হেমলেট্স বাসীর দৃষ্টিতে আপনাদের এসব পরামর্শ-কে ভালো কে জনগণের বেটার সার্ভ করবে এই গুলো হলো কতিপয় মৌসুমী ‘বিদ্ধি’জীবীর দলের ভণ্ডামি ? আমরা টাওয়ার হেমলেটের বাসিন্দারা কি অপরাধ করেছি যে, করোনার ভয়াবহতা কাঠিয়ে উঠতে পারিনি ২৫% ট্যাক্স বৃদ্ধি হয়ে গেলো ? বুদ্ধিজীবীরা আসলেই খারাপ প্রফেসর সলিমুল্লাহ খান স্যার বলেন ? আপনি এই বারা’র বাসিন্দাদের কষ্ট বুঝবেন না। তাই ফ্রি আইডিয়া এখানে বিক্রি করবেন না ! কাট এন্ড পেস্ট বুদ্ধি খুবই খারাপ এই কথা আমি টাওয়ার হেমলেট্স এর একজন বাসিন্ধা হিসেবে মনে করি। আপনি দুই কলম লিখে জন বিগসকে জিজ্ঞেস করেন-প্রায় ৬শ মিলিয়ন পাউন্ড রিজার্ভে রেখেও বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি ২৫%! কি কারণে ?
জিজ্ঞেস করেন -৩০০ হাজার পাউন্ড খরচ করে কোনো কারন ছাড়া কোভিড কালে রেফারেন্ডাম করা কেন করা হয়েছিল ? জনগণ কি কোনো ক্যাম্পেইন বা দাবি জানিয়েছিল যে নট ফর মেয়র সিস্টেম দিতে হবে ? বুঝতে পারেন নাই ! হৃদয় ভাড়া দেয়া থাকলে বুঝবেন কি ভাবে ? কারণ বিগস বা তার অনুসারীরা চেয়েছেন তারাই আপনাদের কথিত মেইনস্ট্রিম হয়ে যা ইচ্ছে তাই করবেন ! একবার মেয়র-একবার লীডার ! তাদের বেতন বাড়ুক , আমরা বাসিন্দাদের কি হলো না হলো কার কি আসে যায় ! তাদের অসুবিধায় আপনারা ইনিয়ে-বিনিয়ে লিখবেন !!
জনকে ও তার অনুসারীদের জিজ্ঞেস করুন, রেফারেন্ডাম চেয়েছিলেন লিডারশীপের তবে মেয়র নির্বাচন কেন করছেন ? জনগন তাদের চাওয়াকে প্রত্যাখ্যান করেছে ? পারবেন আপনারা ?না পারবেন না ! কারণ আপনাদের লেখা গুলোতে আমি প্রাণ পাইনি শুধু লেখা পেয়েছি !!
কেন সিস্টেমের কথা বলে আমার কাউন্সিলের মানুষের চাহিদাকে অপূর্ণ রেখে ৮৭ মিলিয়ন ঋণ দেয়া হয় অন্য কাউন্সিলকে ? করোনা পরবর্তী সময়ে এই ঋণ না দিয়ে ২৫% ট্যাক্স বৃদ্ধি’র হাত থেকে কি বাঁচানো যেত না টাওয়ার হেমলেট্স এর বাসিন্দাদের? কাউন্সিলের বিভিন্ন সার্ভিস কাট, কিন্তু অন্য বারায় ৮৭ মিলিয়ন পাউন্ড লোন প্রদান কেন দেয়া হলো সেটা নিয়ে আপনাদের বুদ্ধিদীপ্ত কোনো লেখা নেই কেন ?
নিজের এবং কাউন্সিলারদের এলাউন্স বাড়ানো, কিন্তু পূর্ববর্তী আমলের এডুক্যাশন মেইনটেন্যান্সে এলাউন্স (ইএমএ) ও ভার্সিটি গ্রান্ট বন্ধ করা এই নিয়ে কেন আপনারা বোবা ?
এমপি আফসানা বেগমের বিরুদ্ধে তদন্ত ও মামলার নামে প্রায় ১০০ হাজার পাউন্ড খরচ করা, যদিও এমপি নির্দোষ প্রমানিত হন ! এটা কেন করা হয়েছিল ?
কারণ আফসানা বিদায় নিবেন। কোর্ট রায় দিয়ে দিবে বিদায় আফসানা আর সেখানে বসবেন টাওয়ার হেমলেট্স লেবার লিমিটেড কোম্পানীর স্বপ্নদ্রষ্টা একজন যিনি আফসানার সীটে নমিনেশন না পেয়ে আমিনাকে নিয়ে এসেছিলেন সামনে।আর সব কিছুর পেছনের কারিগর একজন বিগস ও তার লিমিটেড কোম্পানীর স্বপ্নচারী একদল বিগ সেলারী পাওয়া সহযোগী।
আর ইলেকশন মৌসুমে কিছু ভাই-ব্রাদার আছেন লেখার জন্য।