লন্ডনে দারুল উলুম ফাউন্ডেশনের বার্ষিক আপডেট মিটিং সম্পন্ন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:৫২,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০২২ | সংবাদটি ২৬৯ বার পঠিত
লন্ডনে দারুল উলুম ফাউন্ডেশনের বার্ষিক আপডেট মিটিং সম্পন্ন হলো
২৫শে অক্টোবর ২০২২ ইষ্ট লন্ডনের ওয়াচচ্যাপলের লি মিডিসন রেষ্টুরেন্টে দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে আপডেট মিটিং ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান বৃটেনের প্রবীন আলেমেদ্বীন মাওলানা হাফিজ সামসুল হকের সভাপতিত্বে ও মাওলানা নাজির উদ্দিনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা করেন, মাওঃ, আখতার আহমদ, মাওঃ কাইছার আহমদ, মাওঃ সাইদ আলী , মাওঃ শিববির আহমদ, হাজি মকদদুস আলী, হাজি আজির উদ্দিন, হাজি রুনু মিয়া শাহ মুদাববির হুসেন মধু মিয়া, মাহবুবুর রহমান লায়েক, হাজি আয়ুব আলী, ও হাজি সানাহর আলী সাহেব। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আর্ত মানবতার সেবাই দারুল উলূম ফাউন্ডেশন ইউকে সংস্থাটি বিভিন্ন গরীব এতিম ও অসহায়দের সহযোগিতা করে যাচ্ছে। আগামীতেই আপনার একান্ত সহযোগিতায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ। গত দূর্যোগ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছে। এছাড়াও আগামী বছর বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করা হবে বলে বক্তারা উল্লেখ করেন। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।