বিশ্বকাপই নির্ধারণ করবে পরী-রাজের ভ্রমণ

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫৪:৪৭,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ১৬৪ বার পঠিতর্তমান সময়ের আলোচিত জুটি পরীমনি এবং রাজ। তাদের বিয়ের পরে প্রথম বিদেশ যাত্রা কোথায় হবে তা নির্ধারণ করবে এবারের বিশ্বকাপ। পরীর মতে তার প্রিয়দল আর্জেন্টিনা কাপ জিতলে ঘুরতে যাবেন মেসির দেশ আর্জেন্টিনায় এবং অপরদিকে এবারের বিশ্বকাপে ব্রাজিলের জয় হলেই ইউরোপ ভ্রমণে যাবেন তারা। শুক্রবার ব্রাজিলের খেলা শুরুর পূর্বে চট্টগ্রামের একটি হোটেলে আড্ডায় একথা জানান পরী-রাজ দম্পত্তি।