আবারও ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন লিওলেন মেসি
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২৬:৪৩,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ২৪৮ বার পঠিত
আবারও ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক লিওলেন মেসি। সেরা গোলকিপারের পুরস্কারপেয়েছেন আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতাতে অগ্রণী ভূমিকা রাখা এমিলিয়ানো মার্টিনেজ। সেরা কোচের পুরস্কার উঠেছেআলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনির হাতে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় ফ্রান্সের প্যারিসে ‘ফিফা দ্য বেস্ট’ নামের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু হয়।প্রথমেই প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলেকে স্মরণ করা হয়। এ সময় পেলের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের চুম্বকাংশজায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। ব্রাজিলিয়ান এক শিল্পী ‘ফুটবলের রাজা’কে উৎসর্গ করে একটি গানও পরিবেশন করেন। এরপরফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেন ২০২২ সালের বেস্ট ফুটবলারের নাম। এ সময় পাশাপাশি বসা লিওনেলমেসি ও কিলিয়ান এমবাপের প্রতি দৃষ্টি ছিল উপস্থিত সবার। তবে বিশ্বকাপের মতো এখানেও শেষ হাসি হাসেন আর্জেন্টাইনঅধিনায়ক। মঞ্চে উঠেই একগাল হাসিতে সব আলো নিজের করে নেন এলএমটেন। এরপর দ্বিতীয়বারের মতো হাতে তুলে নেনফিফা ‘দ্য বেস্ট’ ট্রফ্রি।
ফিফার বর্ষসেরা নারী গোলকিপারের পুরস্কার দেওয়ার মাধ্যমে শুরু হয় ‘বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’।এবার পুরস্কারটি জিতেছেন ইংল্যান্ডের মেরি আর্পস। এরপর দেওয়া হয় বর্ষসেরা পুরুষ গোলকিপারের পুরস্কার। কাতার বিশ্বকাপেআর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পথে ‘গোল্ডেন গ্লোভস’জয়ী এমিলিয়ানো মার্তিনেজ এখানেও বাজিমাত করেছেন। পেয়েছেনফিফার বর্ষসেরা গোলকিপারের ট্রফি।
এছাড়া ফিফার বর্ষসেরা গোলের জন্য ‘পুসকাস অ্যাওয়ার্ড’ পেয়েছেন পোল্যান্ডের মারচিন ওলেকসি। বর্ষসেরা নারী কোচেরপুরস্কার জিতেছেন ইংল্যান্ডের সারিনা উইগমান। পুরুষদের বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচলিওনেল স্কালোনি। ‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছেন জর্জিয়ান লুকা লোশোভিলি। ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও পেয়েছেআর্জেন্টিনা।