হঠাৎ বার্সেলোনায় মেসির বাবা, নতুন গুঞ্জন শুরু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৫৩:১৬,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ২৫৪ বার পঠিতলিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের ইতিহাসের অন্যতম সেরা তারকাকে ফেরানোর চেষ্টা করছে বার্সেলোনা। অ্যারাবিয়ান ক্লাব আল হিলাল মেসিকে পেতে টাকার বস্তা নিয়ে নেমেছে। সাত ব্যালন ডি’অরের মালিকের দিকে তাকিয়ে আছে মেজর সকার লীগের ক্লাব ইন্টার মিয়ামিও। মেসির ভবিষ্যত কী? নানা গুঞ্জনের মধ্যে বার্সেলোনা সফর করলেন আর্জেন্টাইন তারকার বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি। তবে কি ন্যু-ক্যাম্পেই ফিরবেন পিএসজি তারকা?
গত বছর কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। স্টেডিয়ামে বসে মেসির অমরত্ব লাভ দেখেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। ম্যাচ শেষে গণমাধ্যমকে জানান, শিগগির মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেবে পিএসজি। আগামী জুনেই লা প্যারিসিয়ানদের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, পিএসজিতে থাকতে চান না মেসি।
চুক্তির মেয়াদ শেষে খুঁজে নিতে চান নতুন ঠিকানা। এরপর স্প্যানিশ দৈনিক মার্কা জানায়, বার্সার একমাত্র লক্ষ্য এখন মেসিকে দলে ফেরানো। মেসির বাবার বার্সেলোনা সফরে সম্ভাবনাটা আরও বেড়েছে।
স্প্যানিশ দৈনিক স্পোর্তের প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার বার্সেলোনায় আসেন হোর্হে মেসি। স্পোর্তের সঙ্গে আলাপকালে তিনি অবশ্য মেসির বার্সায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দেন। হোর্হে মেসি বলেন, ‘আমি মনে করি না যে লিও আবার বার্সেলোনার জার্সি গায়ে তুলবে।’
হোর্হে মেসি বলেন, ‘মেসির (বার্সায়) ফেরা নিয়ে এখনও কোনো কথা হয়নি। (বার্সা সভাপতি) লাপোর্তার পক্ষ থেকে কোনো প্রস্তাব আসেনি। এমনকি তার সঙ্গে আমাদের কোনো কথাও হয়নি।’
গত মাসে মার্কার এক প্রতিবেদনে বলা হয়, বার্সেলোনার প্রধান লক্ষ্য এখন মেসিকে পুনরায় সই করানো। মেসি বার্সেলোনায় যোগ দিতে চাইলে লা লিগার বেতন কাঠামোর সঙ্গে খাপ খাওয়াতে নিজের পারিশ্রমিকের বড় একটা অংশ ছেড়ে দিতে হবে তাকে। মার্কা জানিয়েছে, মেসিকে ভেড়ানোর চেষ্টা করছে ইন্টার মিয়ামি, নিউওয়েলস ওল্ড বয়েজ এবং আল হিলাল এফসিও।