খেলাফত প্রিতিষ্ঠার সংগ্রামের দাওয়াতী মিশনে সবাইকে সক্রিয় অংশগ্রহন করতে হবে। —— মুফতি তাজুল ইসলাম

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১০:১৬,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ৩৫৩ বার পঠিত
একটি ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার মহান দায়িত্ব নিয়ে আমাদের দাওয়াতী মিশন শুরু হয়েছিলো, একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে ও কল্যানকামী রাষ্ট্র প্রতিষ্ঠার মহান সংগ্রামর সবাইকে ঐক্যবদ্ধভাবে সক্রিয় অংশগ্রহন করে এই সংগ্রামকে সফল করতে হবে।
গতকাল সোমবার খেলাফত মজলিস বার্মিংহাম শাখার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম একথাগুলো বলেন।
শাখা সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবিরের সভাপতিত্ব ও সেক্রেটারী আ ফ ম শুয়াইবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিডলেন্ডস খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ।
ক্বারী বাহার উদ্দীনের ক্বোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিডলেন্ডস সহ সভাপতি মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, মাওলানা আব্দুল মতিন, বার্মিংহাম সহ সভাপতি মাওলানা শাহ সৈয়দ সুলতান মাহমুদ, ক্বারী শায়েখ মুহাম্মদ মনির।
মিডলেন্ডস সেক্রেটারী সৈয়দ কবির আহমদ, খোলাফায়ে রাশিদিন মসজিদের ইমাম মাওলানা ফখর উদ্দীন,মিডলেন্ডস বায়তুল মাল সম্পাদক মাওলানা আনছার উদ্দীন, হাফেজ আহমদ হুসাইন,
মাওলানা আসাদুজজামান, ক্বারী আলী আমজদ, হাজী আসাদ আহমদ চৌধুরী, হাফেজ মন্জুর আহমদ, হাজী আইয়ুব মিয়া, হাজী বুরহান উদ্দীন, হাজী মুহাম্মদ শাহজাহান। প্রমুখ।