হুমায়ুন রশীদ চৌধুরীর সমাধীতে শ্রদ্ধা নিবেদন পরিবারের পক্ষ থেকে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২২:৪২,অপরাহ্ন ১১ জুলাই ২০১৯ | সংবাদটি ৭১৬ বার পঠিত
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও হুমায়ুন রশীদ চৌধুরীর আত্তিয়স্বজন ।
বুধবার সকালে হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, হুমায়ূন রশীদ চৌধুরী’র ভাগ্নে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোঃ আরিফুল হাই রাজীব, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও মানবধিকার ব্যক্তিত্ব শাহ তাজুল ইসলাম রুমেল,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু,এটিএন বাংলার প্রতিনিধি ,ইমজা সিলেটের সদস্য ও হলি সিলেটের সম্পাদক শফিকুল ইসলাম শফিক ,শাহ আফজল মিয়া প্রমুখ ।