২ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক বাড়ি-ঘর সাতক্ষীরায়

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৪২:৪৯,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৪১২ বার পঠিতসাতক্ষীরার তালায় মাত্র দুই থেকে চার মিনিটের ঝড়ের তাণ্ডবে শতাধিক বাড়ি-ঘরসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে গেছে।
এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তালা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মহিলা কলেজ, তালা সরকারি মডেল প্রাইমারি স্কুল, শহীদ জিয়া স্কুল ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান।
বারুইহাটি গ্রামের আরশাফ আলীর পোল্ট্রিফার্ম ঝড়ে উল্টে ১৩শ মুরগি মারাগেছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তালা ফাজিল ডিগ্রি মাদ্রাসার। প্রতিষ্ঠানটির ৩টি প্রশাসনিক ভবনের পাশাপাশি টিন শেড উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাডেমিক ভবনের ৪টি কক্ষ। এছাড়া ১টি ল্যাপটপ, ৫ টি ডেস্কটপ কম্পিউটার, ২টি প্রিন্টারসহ অফিসের কাগজপত্র ও আসবাবপত্র নষ্ট হয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিক দিয়ে বয়ে যাওয়া মাত্র ২ থেকে ৪ মিনিটের টর্নেডোর আঘাতে তালার সদর ইউনিয়নের বেশ কিছু শিক্ষা-প্রতিষ্ঠানসহ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়।