পররাষ্ট্রমন্ত্রীর ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সিনেটর লুইস সেপুলভেদার সাক্ষাৎ
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:৪৪,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৫০২ বার পঠিত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিউইয়র্ক স্টেটের সিনেট ডিস্ট্রিক-৩২ এর সিনেটর লুইস সেপুলভেদা।
বুধবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের প্রতি আগ্রহের কথা তুলে ধরে সিনেটরদের একটি টিম নিয়ে বাংলাদেশ সফরে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। পাট ও পাটজাত দ্রব্যের ব্যবহারের সুফল এবং এসব দ্রব্য ও পণ্য বাংলাদেশ থেকে আমদানির ক্ষেত্রে সিনেটরদের ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
জিএসপির বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী সিনেটকে বলেন, তিনি যেন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবহার করে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রাখেন। লুইস বিষয়টির সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন বলে জানান।
এছাড়া আলোচনায় রোহিঙ্গা ইস্যুটিও স্থান পায়। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের মূলধারাকে আরও সম্পৃক্ত করতে সিনেটর লুইসসহ অন্য সিনেটর ও জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার অনুরোধ জানান।