ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

টাইম সিলেট ডেক্স
প্রকাশিত হয়েছে : ২:২৮:৩৪,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৮৬ বার পঠিত
ময়মনসিংহের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার দুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য মকবুল হোসেন জানান, শুক্রবার সকালে তার ইউনিয়নের পূর্ব চণ্ডিমণ্ডপ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো ওই এলাকার সাজ্জাত হোসেনের মেয়ে জান্নাত আক্তার (৪) এবং নাজিম উদ্দিন নাজিরের ছেলে উজ্জ্বল হোসেন (৪)।
ইউপি সদস্য মকবুল বলেন, “ওই দুই শিশু বাড়ির পাশে খেলতে যায়। এরপর অনেক্ষণ পেরিয়ে যাওয়ার পরও তারা ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়। পরে এক পর্যায়ে পুকুরে গিয়ে লাশ ভাসতে দেখে। ”
পরে স্থানীয়দের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান মকবুল।