জুড়ীতে নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৩৮:১৫,অপরাহ্ন ২০ জুলাই ২০১৯ | সংবাদটি ৫২১ বার পঠিত
মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের দুইদিন পর শিপুল আহমদ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে হাকালুকি তীরবর্তী কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই যুবক উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত আহমদ মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত ১৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে শিপুল বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারের একটি চায়ের দোকানে চা খেয়ে চলে যায়। এরপর থেকে সে আর বাড়িতে আর ফিরে আসেনি। দুই দিন ধরে পরিবারের সদসরা অনেক খোঁজাখুজি করে তাঁকে না পেয়ে শনিবার দুপুরে জুড়ী থানায় জিডি করতে যায়। ওই সময় পুলিশের কাছে খবর আসে কুলাউড়া জুড়ী সড়কের পাশে হাকালুকির তীরবর্তী জায়ফরনগর ইউনিয়নের একটি বিলে এক যুবকের ভাসমান লাশ পাওয়া গেছে। পরে পুলিশ ও শিপুলের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ সনাক্ত করেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সরদার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।