স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক যুবক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:৪২,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৮৮ বার পঠিত
হবিগঞ্জে রুপালী আক্তার নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক যুবক। ওই ছাত্রীকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুপালী আক্তার শহরের অনন্তপুর এলাকার আব্দুল গফুরের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুপালী জেকে অ্যান্ড এইচকে হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সকালে সে স্কুলে যাওয়ার সময় শায়েস্তানগর এলাকায় এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তারা ওই ছাত্রীর কাছ থেকে হামলাকারীর নাম জানার চেষ্টা করছেন।