পুকুরে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৭:০৫:২৫,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৭৬৫ বার পঠিতদিনাজপুর শহরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর শহরের কলেজ মোড় গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- গোয়ালপাড়ার জামাল মিয়ার ছেলে জিসান (৫) ও আরাফাত (৩)।
এলাকাবাসী জানায়, দুপুরে এলাকার একটি পুকুরে দুই ভাই মিলে গোসল করতে নামে। একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় দুই ভাই। এলাকাবাসী পুকুরে অনেক খোঁজাখুঁজি করে দুই ভাইকে একে অপরকে আলিঙ্গন করা অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাদেরকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।