রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:৩১:০০,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৫১ বার পঠিত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রিফাত হোসেন বাইদুল (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৮ জুলাই) দুপুরে যাত্রাবাড়ীর দক্ষিণ শেখডির চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রিফাত যাত্রাবাড়ীর শনির আখড়ার স্বপন মৃধা এলাকার আয়নাল মাঝির ছেলে।
নিহত যুবকের পরিবারের অভিযোগ, দুপুরে সিনিয়র জুনিয়রকে কেন্দ্রে করে রাকিব ও মহসিনসহ তিন যুবক মিলে রিফাতকে ছুরিকাঘাত করে। এতে রিফাত গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে বিকেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নিহতের মা জানান, তার পাঁচ সন্তানের মধ্যে রিফাত ছিল তৃতীয় । রিফাত কোনো কিছু করতেন না।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর খান বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।