সিরাজগঞ্জের নদী থেকে তরুণীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:৩৫:৪১,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৬১ বার পঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক তরুণীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ধানগড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার জানান, ফুলজোড় নদীতে ভাসমান অবস্থায় এক তরুণীর মস্তকবিহীন মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে আনুমানিক ২৪ ঘণ্টা আগে গলা কেটে হত্যার পর মরদেহটি নদীতে ফেলে দেওয়া হয়েছে। মাথা খুঁজে না পাওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।