রাজধানীর যাত্রাবাড়ীর বাসায় ঢুকে বৃদ্ধকে হত্যা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:৪১:৫১,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৫১৮ বার পঠিত
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া মোমিনবাগ এলাকায় মহিবুল্লাহ (৬২) নামে এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৭ জুলাই) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, যাত্রাবাড়ী কোনাপাড়া মোমিনবাগ এলাকায় নিজ বাড়ির নিচতলায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন মহিবুল্লাহ। রাতে বাইরে থেকে কেউ বাসায় ঢুকে ভারি কিছু দিয়ে তার মাথায় আঘাত করে হত্যার পর পালিয়েছে। ঘটনাস্থলে আমরা অবস্থান করছি। বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হবে বলেও জানান ওসি মাজহারুল।