সিরাজগঞ্জ পাঁচ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার কারাদণ্ড

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:০১:০১,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৬৩ বার পঠিত
সিরাজগঞ্জ পৌর এলাকায় পাঁচ বছরের নাতনিকে ধর্ষণের দায়ে লম্পট দাদা আব্দুস সাত্তারকে (৭০) ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তারের বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাস পাড়ায়।
ওই ট্রাইব্যুনালের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাবলু এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাস পাড়ায় ছেলে আব্দুল খালেকের পরিবারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন আব্দুস সাত্তার। ২০১৭ সালের ১৯ আগস্ট দুপুরে আব্দুস সাত্তার নাতনি তাহমিনা তানজিদ খুশবকে (৫) তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে শিশুটি এই ঘটনা তার মাকে জানায়।
এরপর মা খুশবকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। শারীরিক পরীক্ষা শেষে মেডিকেল বোর্ড শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। মামলার শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।