গাজীপুরে শ্রমিক খুন, একজন আটক
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:০১:৪০,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৯ | সংবাদটি ৭১৮ বার পঠিত
গাজীপুরে এক পোশাক শ্রমিককে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।
সদর থানার এসআই মো. আতিকুর রহমান জানান, সোমবার রাতে বন্ধুরা তাকে বাসা থেকে ডেকে নেওয়ার পর মঙ্গলবার সকালে শহরের জাঞ্জালিয়া এলাকার কাঁঠালবাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত আল আমিন (২২) নোয়াখালীর বেগমগঞ্জ থানার লাউতুলি গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।
আল আমিনের ছোট বোন তানিয়া বলেন, তার ভাই গাজীপুর শহরের তেলিপাড়া এলাকায় রওশনারা বেগমের বাড়িতে বন্ধুদের সঙ্গে ভাড়া বাসায় থেকে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আমান টেক্সটাইলে কাজ করতেন।
“সোমবার রাতে বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হয়ে আল আমিন নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজেও না পেয়ে পুলিশকে জানানো হয়।”
এসআই আতিকুর রহমান বলেন, “বন্ধুদের সঙ্গে মাদক নিয়ে বিরোধের জেরে খুন হয়েছেন আল আমিন। সোমবার রাতে বন্ধুরা তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে জাঞ্জালিয়া এলাকায় তারা আল আমিনকে মারধর করে হত্যার পর লাশ ফেলে যায়।
“তার মাথায় জখম এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।” এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।