গাজীপুরের চেরাগআলী এলাকায় একটি তুলার গোডাউনে আগুন
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:১৯:২৭,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৫৭ বার পঠিতগাজীপুরের চেরাগআলী এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকার একটি তুলার গোডাউনে আগুন লাগার খরব আসে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।