পতেঙ্গায় বিদেশি মদ-বিয়ারসহ আটক ২
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:১৮:৩৯,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২৮ বার পঠিত
পতেঙ্গা সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারসহ দুই দোকানদারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ৬৫ বোতল বিদেশি মদ ও ১৬৮ ক্যান বিয়ার জব্দ করা হয়।
বুধবার (৩১ জুলাই) ভোরে তাদের আটক করা হয়। আটক দুইজন হলেন- মো. করিম (৪৬) ও মো. সাইমুন (২০)। তারা সমুদ্র সৈকতে দোকান চালানোর আড়ালে অবৈধ মদের ব্যবসা করতো।
র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, বিভিন্ন সময় সৈকতে উঠতি বয়সীদের মাঝে মদ ও বিয়ার বিকিকিনির অভিযোগ পাওয়া যায়। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে পতেঙ্গা থানায় মামলা হয়েছে।