সরকার বন্যাদুর্গতদের মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে…. আসগর
গাইবান্ধায় বন্যাদুর্গতদের মাঝে খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩৪:৩৫,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২০ বার পঠিত
খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর বলেছেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। দেশের উত্তরাঞ্চলের বন্যাদুর্গত এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। সরকারের পক্ষ থেকে অসহায় বন্যাদুর্তদের মাঝে তেমন কোন ত্রাণ তৎপরতা নেই। আমরা উত্তরাঞ্চলের বন্যা ক্ষতিগ্রস্থ জেলাসমূহকে দুর্গত এলাকা ঘোষণা দিয়ে সেখানে সরকারের পক্ষ থেকে ব্যাপক ত্রাণ তৎপরতার দাবী জানাচ্ছি। একই সাথে সমাজের সামর্থবান সকলকে দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আজ গাইবান্ধার বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
আজ ১ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার কয়েকটি স্পটে খেলাফত মজলিসের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, গাইবান্ধা জেলা সভাপতি অধ্যাপক গোলাম আজম, সহসভাপতি প্রভাষক জহুরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা কাজী আবু সাঈদ খুদরী, এ কে এম মেহেদী হাসান, হাজী আবদুল করিম মিন্টু, ছাত্র নেতা আজীজ উল্লাহ আহমদী, ইঞ্জিনিয়ার এস এম রশিদুল ইসলাম, মাওলানা ফিরোজ আহমদ প্রমুখ।
খেলাফত মজলিসের পক্ষ থেকে বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, সয়াবিন তেল, নগদ অর্থ ইত্যাদি।
এর আগে ৩১ আগস্ট খেলাফত মজলিসের কেন্দ্রীয় ত্রাণ টিম কুড়িগ্রামের চিলমারীর থানাহাটি ইউনিয়র ও সদরের পাঁচগাছী-যাত্রাপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।