পাঠ্যপুস্তক থেকে ডারউইনের ‘বিবর্তনবাদ’ বাদ দিতে হবে: ইলিয়াস আহমদ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:৩০,অপরাহ্ন ০২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৬২ বার পঠিত
পাঠ্যপুস্তক থেকে অবিলম্বে নাস্তিকবাদী ধ্যানধারণার ‘বিবর্তনবাদ’ পাঠ বাদ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ।
পাশাপাশি পাঠ্যবইয়ে ‘বিবর্তনবাদ’ অন্তর্ভুক্তির সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং রাষ্ট্রীয় সব কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখারও দাবি জানান তিনি।
২ আগস্ট শুক্রবার ‘১৯ সংগঠনের সদস্য প্রার্থীদের নিয়ে শিক্ষাসভার সমাপনী অধিবেশনে
প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সেক্রেটারি জেনারেল মনসুরুল আলম মনসুরের পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মনির হোসাইন, অফিস ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি আবদুল গাফফার।প্রমুখ