সাভারে বাস থেকে নামতেই পিকআপের ধাক্কায় যাত্রী নিহত
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:৫০:২২,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৩৩ বার পঠিতসাভারে পিকআপভ্যানের ধাক্কায় আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, একটি যাত্রীবাহী বাস থেকে বাসস্ট্যান্ডে নেমে যাওয়ার একপর্যায়ে পেছন থেকে আসা আরেকটি পিকআপভ্যান আব্দুল খালেককে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তার মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় জামাল ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পিকআপভ্যান ও এর চালককে আটক করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে পিকআপ ভ্যানটিকে শনাক্ত করা হবে।