কক্সবাজারে পাঁচ টাকার জন্য যুবক নিহত
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:৩৫:০০,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৮৪ বার পঠিত
কক্সবাজারের মহেশখালীতে নাস্তার বিল পাঁচ টাকা কম-বেশি নিয়ে বাগবিতণ্ডার জের ধরে দোকানির ছুরিকাঘাতে আবদুল করিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ছোট মহেশখালীর মুদিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল করিম ওই এলাকার কালুমিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক দোকানি আবদুস শুক্করকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় নাস্তার দোকানদার আবদুস শুক্করের দোকানে নাস্তা খেয়ে বিলে পাঁচ টাকা কম-বেশি নিয়ে দোকানির সঙ্গে আবদুল করিমের বাগবিতণ্ড হয়। এর এক পর্যায়ে দোকানে থাকা ছুরি দিয়ে দোকানদার আবদুল করিমের পেটে আঘাত করে। এতে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ঘাতককে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।